WhatsApp Update : সম্প্রতি আবারো নতুন ফিচারস নিয়ে এলো হোয়াটসঅ্যাপ, জেনে নিন কি কি নতুন সুবিধা পেতে চলেছেন আপনি!

WhatsApp Update : আর কি কি নতুন ফিচারস হোয়াটসঅ্যাপে যোগ করা হলো? চলুন জেনে নেওয়া যাক!

1
181
WhatsApp Update : সম্প্রতি আবারো নতুন ফিচারস নিয়ে এলো হোয়াটসঅ্যাপ, জেনে নিন কি কি নতুন সুবিধা পেতে চলেছেন আপনি!
WhatsApp Update : সম্প্রতি আবারো নতুন ফিচারস নিয়ে এলো হোয়াটসঅ্যাপ, জেনে নিন কি কি নতুন সুবিধা পেতে চলেছেন আপনি!

বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ কিন্তু হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারী হিসেবে রয়েছেন। চ্যাটিং এপ্লিকেশন হিসেবে এটির জনপ্রিয়তা বহুগুণ। তবে শুধুমাত্র চ্যাটিং নয়, ভয়েস কলিং, ভিডিও কলিং অথবা ছবি বা ভিডিও পাঠানোর ক্ষেত্রেও এর জুড়ি নেই। খুব সহজেই পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে। প্রতিনিয়তই এই সমস্ত এপ্লিকেশনগুলোকে আপগ্রেড এবং আরো দুর্দান্ত ফিচারস যোগ করার জন্য পরিবর্তন করা হয়ে থাকে। সম্প্রতি আবারো হোয়াটসঅ্যাপে (WhatsApp) যোগ করা হয়েছে কিছু নতুন বৈশিষ্ট্য। আসুন জেনে নেওয়া যাক ঠিক কি কি থাকছে এই তালিকায়!

সাধারণত হোয়াটসঅ্যাপে (WhatsApp) অনেক ক্ষেত্রেই আমাদের বহু বন্ধু-বান্ধবেরা নানান রকম গ্রুপে আমাদেরকে এড করে দেয় এবং তাতে সমস্যার মুখোমুখি হতে হয়। কিন্তু এবার সম্পূর্ণ নতুন যে ফিচার whatsapp নিয়ে এসেছে তাতে কিন্তু আর এই সমস্যার মুখোমুখি হতে হবে না। কাউকে কোনরকম গ্রুপে যোগ করার আগে অবশ্যই অপরপক্ষের অনুমতি নিতেই হবে।হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটির নাম ‘গ্রুপ ইনভাইটেশন’। এই ফিচার চালু হওয়ার পর, একজন ব্যক্তি যে গ্রুপে যুক্ত হতে চান, যোগ দিতে পারেন। কিন্তু অন্য কেউ যুক্ত করাতে চাইলে অনুমতি নিতে হবে। ইতিমধ্যেই iOS বিটা ইউজারদের জন্য এই ফিচার চালু হয়েছে।কিন্তু দিন প্রতিদিন এই প্রযুক্তিটিকে আরো উন্নত করার কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। সেই কারণেই সমস্ত ইউজারদের জন্য এই ফিচার এখন ওই চালু করা হচ্ছে না। কিছুটা পরীক্ষামূলক পদ্ধতি অনুসরণ করার পরেই কোন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Whatsapp Update : সম্প্রতি আবারো নতুন ফিচারস নিয়ে এলো হোয়াটসঅ্যাপ, জেনে নিন কি কি নতুন সুবিধা পেতে চলেছেন আপনি!
Whatsapp Update : সম্প্রতি আবারো নতুন ফিচারস নিয়ে এলো হোয়াটসঅ্যাপ, জেনে নিন কি কি নতুন সুবিধা পেতে চলেছেন আপনি!

আরও পড়ুন : Okaya Motofaast: বাজারে এলো 7 ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ও 120 কিমি মাইলেজ সহ ইলেকট্রিক স্কুটার, জেনে নিন বিশদে!

এই WhatsApp ফিচার যোগ করার জন্য কি কি করতে হবে?

  • হোয়াটসঅ্যাপের (WhatsApp) অ্যাকাউন্ট সেটিংসে ঢুকে প্রাইভেসিতে যেতে হবে। সেখানে Last Seen, Profile Photo, About, Status and Groups –এর অপশন থাকবে।
  • এবার দ্বিতীয় ধাপে,দেখা যাবে আরও ৩টি WhatsApp অপশন – Every, My contact, Nobody। এখান থেকে পছন্দ মতো বিকল্প বেছে নিতে হবে।
  • এই WhatsApp ফিচার এক্টিভেট করার পরে যদি আপনাকে কেউ কোন রকমের গ্রুপে অ্যাড করতে চায় আপনার কাছে একটি নোটিফিকেশন আসবে ‌। ৭২ ঘণ্টার মধ্যে যদি আপনারা এটিকে গ্রহণ না করেন তাহলে একা একাই রিজেক্ট হয়ে যাবে।
  • WABetaInfo এক্স হ্যান্ডেলে জানিয়েছে যে হোয়াটসঅ্যাপ তার বিটা সংস্করণের জন্য একটি নতুন ডিজাইন আনছে। এই রিডিজাইন আপডেট করলে হোয়াটসঅ্যাপ (WhatsApp)
  • হোয়াটসঅ্যাপ (WhatsApp) সেটিংসের চেহারা এবং লেআউট বদলে যাবে।ডিজাইন পরিবর্তন করার পরে, হোয়াটসঅ্যাপে এর সিকোয়েন্সগুলি বদল যায়।

কেমন লাগলো আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো বিস্তারিত জানতে নজর রাখতে থাকুন আমাদের প্রতিবেদন গুলির উপর।

আরও পড়ুন : Tech News : বিশ্বের প্রথম মুভেবেল ওয়্যারলেস কম্পিউটার আনল HP, জানুন দাম সহ অন্যান্য বিস্তারিত তথ্য