Beauty Tips : একবার ট্রাই করে দেখুন এই বিশেষ ফেসপ্যাক, মুখ থেকে দাগ-ছোপ সহ অন্যান্য সমস্যা দূর হবে সহজেই!

Beauty Tips : বাড়িতে সহজেই বানিয়ে নিন এই ম্যাজিক ফেসপ্যাক, নিমেষেই পরিবর্তন আসবে চেহারায়!

4
192
Beauty Tips : একবার ট্রাই করে দেখুন এই বিশেষ ফেসপ্যাক, মুখ থেকে দাগ-ছোপ সহ অন্যান্য সমস্যা দূর হবে সহজেই!
Beauty Tips : একবার ট্রাই করে দেখুন এই বিশেষ ফেসপ্যাক, মুখ থেকে দাগ-ছোপ সহ অন্যান্য সমস্যা দূর হবে সহজেই!

পুজোর মরসুম প্রায় চলে এসেছে। এই সময় বহু মানুষ রয়েছেন যারা নিজেদের স্কিন নিয়ে ব্যাপক রকমের চিন্তায় রয়েছেন। যদি আপনিও এই তালিকায় থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের আজকের এই প্রতিবেদন টি মিস করবেন না। এর আগেও আমরা আপনাদের সঙ্গে নানান রকমের বিউটি টিপস শেয়ার করেছি যা অত্যন্ত কার্যকরী। একটা বয়সের পর থেকেই বহু মানুষ কিন্তু নিজেদের ত্বক নিয়ে নানান রকমের সমস্যায় ভুগে থাকেন। দূষণ জনিত প্রভাব থেকে শুরু করে আরো নানান রকমের ধুলোবালি ময়লা থেকে আমাদের ত্বক নানান রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহু মানুষ আছেন এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য বাজার চলতি নানান রকমের ক্রিম ব্যবহার করে থাকেন। এতে সমস্যার সমাধান তো হয়ই না, কোন কোন ক্ষেত্রে ঐ সমস্ত ক্রিমে থাকা বিভিন্ন রাসায়নিকের প্রভাবে তা আরো বেড়ে যায়।সারাদিনের রোদ-ঘাম-দূষণে ত্বকের সবথেকে বেশি ক্ষতি হয়। অনেকেই বাড়ি ফিরে ক্লান্তির জেরে ঠিক মতো ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করেন না। রোজকার সাধারণ এই নিয়ম না মেনে ফেসিয়াল, ব্লিচ করলে ত্বক মোটেই ভাল থাকে না। এতে ত্বক নিষ্প্রাণ হয়ে যায়। ত্বকে কালো ছোপ পড়ে, ত্বকের বয়েস অনেক বেশি লাগে। তাই আজকের এই বিশেষ প্রতিবেদনে এমন একটি ফেসপ্যাক সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি যা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন এবং অন্য কোন খরচ হবে না।

কিভাবে তৈরি করবেন এই ফেসপ্যাক?

১) এই ফেসপ্যাক তৈরি করার জন্য, একটা বাটিতে কিছুটা পরিমাণ সাদা টুথপেস্ট নিয়ে নিতে হবে।ওর মধ্যে ছোট চামচের হাফ চামচ পেট্রোলিয়াম জেলি নিতে হবে। ভালো করে এই দুটো উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিন, দেখবেন একটা ক্রিমের মতন মিশ্রন তৈরি হয়ে গিয়েছে।

২) ভালো করে একবার জল দিয়ে মুখ ধুয়ে মুছে নিয়ে এই ক্রিমটিকে একবার লাগিয়ে নিন। একটু লক্ষ্য করে দেখবেন হঠাৎ কোন জায়গায় হাত পুড়ে গেলে বা ছ্যাঁকা লেগে গেলে কিন্তু অনেকেই টুথপেস্ট ব্যবহার করেন।
এতে ফোসকা পড়া বা দাগ ছোপের সমস্যাটা থাকে না।

Read More: Health Tips : চিনির পরিবর্তে গুড় খাওয়া কি আদৌ শরীরের জন্য ভালো? কি বলছেন পুষ্টিবিদেরা!

৩) পেস্টের মধ্যে যে উপাদান থাকে তা ব্রণ, ফুসকুড়ি দূরে রাখে। আর তাই পেস্ট লাগালে মুখ থেকে প্রচুর ময়লা বেরিয়ে আসে। ১০-১৫ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। এবার ইষদুষ্ণ জলে সুতির তোয়ালে ভিজিয়ে মুখ মুছে ফেলুন।

৪) এটি ছাড়াও আরো দুটি উপকরণ আপনারা কিন্তু প্যাক তৈরির কাজে ব্যবহার করতে পারেন। এই দ্বিতীয় ফেসপ্যাকটি তৈরি করার জন্য হাফ চামচ নারকেল তেলের মধ্যে হাফ চামচ অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর ঠিক একই রকম ভাবে আগের মতই এটি কেউ 10 থেকে 15 মিনিট পর্যন্ত মুখে লাগিয়ে রেখে তারপর ধুয়ে ফেলুন।। দেখবেন একদিকে যেমন আপনার দাগ ছোপ জনিত সমস্যা দূর হয়ে গিয়েছে, ঠিক তেমনভাবেই বয়সের ছাপ ও কমে এসেছে।

Read More: High Protein Foods : খাবারের পাতে রেখে দেখুন এই ৫ খাবার, রোজ খেলে ৬০ বছর বয়স অবধি আর কোনো চিন্তা করতে হবে না!